গৃহপ্রবেশ উপলক্ষে রক্তদান শিবির করলেন নিজের বাসগৃহে সমাজ সেবক
দেবাশীষ রায়, আলিপুরদুয়ার :- দিনরাত মানুষের জন্য কাজ করেন উদয় । বাড়ির অনুষ্ঠানেও জনগণের জন্য চিন্তা। দীর্ঘদিন পর নিজের বাসভবনে একটি ঘর তৈরী করেছেন । ঘর তৈরীর কাজ শেষ । এবার গৃহ প্রবেশ হবে । গৃহ প্রবেশ করবেন আর সেই গৃহ প্রবেশ কে ঘিরেই অভিনব অধ্যায় শুরু হল উত্তর মহাকালগুড়িতে। বরাবরই সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন কেভিওর সম্পাদক উদয় শঙ্কর নাথ। বৃহস্পতিবার তার বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে গৃহপ্রবেশের পুজো শেষেই শুরু হয়েছে রক্তদান শিবির। সংগৃহীত রক্ত আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকে জমা রাখা হবে দুস্থ ব্যক্তিদের জন্য। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের উত্তর মহাকাল গুড়িতে উদয় শঙ্কর নাথের বাড়িতে রক্তদান শিবির শুরু হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটা থেকে। সংস্থার কোষাধ্যক্ষ কমল ঘোষ জানিয়েছেন উদয় সারা বছর সাধারণ মানুষের হয়ে কাজ করেন । এবার তার গৃহপ্রবেশেও রক্তদান শিবির করলেন। সংস্থার সম্পাদক তথা রক্তদান শিবিরের উদ্যোক্তা উদয় শংকর নাথ জানিয়েছেন সাধারণ মানুষের স্বার্থেই এই রক্তদান শিবির। এলাকার বাসিন্দা তথা রক্তদাতা প্রদীপ বর্মন জানিয়েছেন উদয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মোট ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন এই শিবিরে।