গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
নিউজ ডেস্ক,ময়নাগুড়ি : কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের শালতলী এলাকায়। মৃত মহিলার নাম কনিকা রায় (৪৫)। জানা যায়, ময়নাগুড়ি থানার শালতলী এলাকায় প্রদীপ রায়ের স্ত্রী কনিকা রায়। গত শুক্রবার তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর ঘর বন্ধ অবস্থায় দেখতে পান। এরপর জানালা দিয়ে দেখে যে বিছানায় পড়ে আছে। এরপর দরজা ভেঙে ঘরে অচেতন অবস্থায় মহিলাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিতে বলে ঘোষণা করেন। ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে।