গেন্দুগুড়িতে খড়ের গাদায় আগুন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:শুক্রবার বিকেলে খড়ের গাদায় আগুন। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি গ্রামের কালুয়ারভিটা এলাকায়। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ধীরেন বর্মন।তার খড়ের গাদায় আগুন লাগে। ঘটনার খবর চাউর হতেই আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। খবর দেওয়া হয় মাথাভাঙ্গা দমকলকেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। শর্ট সার্কিটে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান।ঘটনাস্থলে নয়ারহাট ক্যাম্পের পুলিশ।