গোখরো সাপ উদ্ধারে চাঞ্চল্য
নিউজ ডেস্ক,ফালাকাটা:সোমবার ফালাকাটা কৃষান মান্ডি এলাকায় এক বিশালাকার গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমীরা।এলাকার বাসিন্দা শ্যামল বর্মন বলেন তার জমিতে বেড়া দেওয়া জালে একটি বিশালাকার গোখরো সাপ আটকে আছে দেখতে পেয়ে।তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ফালাকাটার সর্প প্রেমী শংকর সাহা চৌধুরীকে জানান।পরে গোখর সাপটি উদ্ধার করেন সর্প প্রেমী শংকর সাহা চৌধুরী, নিমাই রায়,সুমন সাহা এবং ছোটন সরকার।সর্পপ্রেমী শংকর সাহা চৌধুরী বলেন,এদিন উদ্ধার করা গোখরোটি প্রায় ৬ ফিট লম্বা ছিল।জাল থেকে উদ্ধার করে সাপটি এলাকার দোলং নদীর পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।এদিন সর্প প্রেমীরা সাপে কাটলে হাসপাতালে যাওয়া,সাপ নিয়ে সচেতনতা মূলক প্রচারও করেন।