গোপালপুরে কর্মী সভা করল বিজেপি, উপস্থিত বিধায়ক
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: শুক্রবার কর্মী সভা করল বিজেপি। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি মন্ডল সম্পাদক রঞ্জন রায়ের বাড়ির সামনে। এমনটাই জানান মন্ডল সম্পাদক। তিনি বলেন, ভোট পরবর্তী সময়ে এলাকার বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, মিথ্যা কেসে ফাঁসানো প্রভৃতি বিষয়ে এদিন কর্মী সভা করা হয়। যদিও বরাবরই বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল। কর্মী সভায় উপস্থিত শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেন চন্দ্র বর্মন, কোচবিহার জেলা বিজেপির ১০ নং মন্ডল কমিটির সভাপতি লক্ষী বর্মন এবং দলের জেলা সম্পাদিকা সাবিত্রী বর্মন সহ অন্যান্যরা।