গোপালপুর বাজারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, অস্বীকার তৃণমূল
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:পঞ্চায়েত ভোটের আগে খবরের শিরোনামে গোপালপুর। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। শনিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর বাজারে। বিজেপি মন্ডল সভাপতি অমল বর্মন জানান, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোপালপুর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়টি ভাঙচুর করে। এনিয়ে এদিন মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোপালপুর অঞ্চল তৃনমূল সভাপতি বিভূতি বর্মন জানান, এবিষয়ে তৃণমূল কখনোই যুক্ত নাই। আমরাও চাই এলাকায় শান্তি বজায় রাখতে।দোষিদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে কল্যান বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।