গোসানিমারি গার্লস উচ্চ বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ কাজ, সেই কাজ বন্ধ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
রাহুল দেব বর্মন,কোচবিহার : গোসানিমারি গার্লস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে নিম্নমানের কাজ ও উপকরণ ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার বিকেল তিনটা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে এই নিয়ে তোলপাড় শুরু হয়। দিনহাটা এক নম্বর ব্লক A কমিটির যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সোমনাথ চক্রবর্তী এই অভিযোগ তোলেন। তিনি বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে একদমই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্মাণকাজের গুণমান নিয়ে আমাদের কয়েকবার অভিযোগ ছিল, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আমরা আজ বাধ্য হয়েই এই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।” তিনি আরও জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও ভবন নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সরস্বতী রায় সরকার কে বারংবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
