গ্যাস সিলিন্ডারত ফুলের মালা পিন্ধায় DYFI’র অভিনব প্রতিবাদ
রিপোর্ট: সঞ্জয় হালদার, শিলিগুড়ি
গৃহস্তের ঘরত অগুন। পেট্রোল ডিজেলের বগলাবগলি বাড়েছে আন্ধিবার গ্যাসের দাম। ১০০০ টাকা ছুঁই ছুঁই আন্ধিবার ভর্তুকিহীন গ্যাসের দাম। সেই চিন্তাত ভুগেছে মধ্যবিত্ত পরিবারগিলা। দ্রব্য মূল্যর দাম বাড়েবার প্রতিবাদত সিলিন্ডারত ফুলের মালা পরেয়া শেষ যাত্রা জগার করে শিলিগুড়িত। দেওবার হায়দারপাড়াত ডিওয়াইএফআই এর তরফ থাকি এই অভিনব প্রতিবাদ করা হয়। বাইক, স্কুটি নিয়া হাটিয়া এই প্রতিবাদত সামিল হয় দলীয় নেতা কর্মিলা। সিলিন্ডার নিয়া শেষ যাত্রাও করে দলীয় কর্মীলা। ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা কন, যেই ভাবে গ্যাস, পেট্রোল আর ডিজেলের দাম বাড়িবা ধরিসে তাতে সবারে নাজেহাল দশা। এই বাদে এই কর্মসূচি করা হয় বুলি জানা যায়।