গ্রামীণ চিকিৎসকদের সাংগঠনিক কনভেনশন ময়নাগুড়িতে
ওয়েস্ট বেঙ্গল হেলথ কেয়ার প্রোভাইডারস্ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির গ্রামীণ চিকিৎসকদের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হলো। রবিবার ময়নাগুড়ি ব্লকের হুসলুডাঙ্গা বাজারের মুক্তমঞ্চে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে সাংগঠনিক কনভেনশনটি অনুষ্ঠিত হয়। আগামী দিনে তাদের কর্মসূচি এবং একগুচ্ছ উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনের কাজ জারি থাকবে বলে জানানো হয় সংগঠনের তরফে। এদিন সমস্ত গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতিতে তাদের বেশকিছু দাবি-দাওয়ার পক্ষে সওয়াল করেন। তাদের তরফে জানানো হয় আগামী দিনে গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন বৈধ দাবি যেমন গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা, ১০০ দিনের কাজে নাম থাকা এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে তাদের নিয়োগ করা সহ বিভিন্ন দাবি নিয়ে তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। এদিনের সাংগঠনিক কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব দাস। সংগঠনের ময়নাগুড়ি ব্লক সভাপতি উমেশ শর্মা, সংগঠনের ধুপগুড়ি ব্লক সভাপতি রাজিদ মোহাম্মদ, সংগঠনের বানারহাট ব্লক সভাপতি ধনপতি রায় সহ এইটিন ব্লকের অর্গানাইজার মোহিনী রায় অন্যান্য গ্রামীণ চিকিৎসক বৃন্দ।