ঘাটার কাজ বন্ধ করিল থানীয় গাবুর চেঙরা লা
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা ১৬ মে: নিচা মানের কাজের অভিযোগ তুলি ঘাটার কাজ বন্ধ করি দিছে থানীয় গাবুর চেঙরা লা। ঘটনা টা মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের হাজরাহাট ২ নাম্বার অঞ্চলের দক্ষিণ ভাঙ্গামোড় গেরামত। ৩০০ মিটার ঘাটার কংক্রিটের কাজ লক ডাউনের দুই দিন আগত শুরু হৈছে। কিন্তুক নিচা মানের কাজের অভিযোগ করিচে সুশান্ত শীল শর্মা সহ গেরামের চেঙরা লা। সুশান্ত শীল শর্মা কন সিডিউল অনুযায়ী কাজ হয় নাই, বার বার ঠিকাদার সংস্থাক কওয়া হৈছে কিন্তু কোন উন্নত হয় নাই বুলি দাবি করিছে। তায় আজি কংক্রিট করার কাজ বন্ধ করি দিছে বুলি জানা গেইচে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যাফালী বর্মন কন বিষয় টা মোর জানা নাই, খোঁজ নিয়া দেখিম। গ্রাম পঞ্চায়েত দপ্তর থাকি জানা গেইছে, এই ঘাটা টা গ্রাম পঞ্চায়েতের তহবিল থাকি আর কাজের বাজেট পেরায় সাড়ে তিন লক্ষ টাকা, কাজ টা খালি শুরু হৈছে তাতে নীচা মানের কাজের কতা টা ঠিক নোমায়, কাজ শ্যাষ হৈলে বুঝা যাবে বুলি দাবি করিছে।