ঘাটা অবরোধ করিল পূর্ব দেওচড়াইয়ের মানষিলা
মানিক বর্মন,তুফানগঞ্জ: তুফানগঞ্জ থাকি দিনহাটা যাবার ঘাটা টা অবরোধ করিল পূর্ব দেওচড়াইয়ের মানষিলা। বালাঘাট হরিমন্দিরের পূর্ব দেওচড়াই যাবার দিনহাটা থাকি তুফানগঞ্জ রোড অবরোধ করিছে। এক বছর আগত সংশ্লিষ্ট ব্লকের বিডিও ঘাটা টাক সংস্কার করার আশ্বাস দিছে বুলি দাবি করিছে থানীয় মানষিলা, কিন্তুক কোন কাজ হয় নাই বুলি অভিযোগ। তায় আজি ঘাটা সংস্কারের জৈন্যে সাকাল থাকি পথ অবরোধ করিছে।