ঘুরপথে চলছে সরকারি বাস, প্রতিবাদে রাস্তা অবরোধ যাত্রীদের

অপু দেবনাথ , হলদিবাড়ি:ঘুরপথে চলছে সরকারি বাস, প্রতিবাদে রাস্তা অবরোধ যাত্রীদের । অভিযোগ জলপাইগুড়ি শহরের ভিতর দিয়ে শান্তি পাড়া বাস ডিপোতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ । ফলে হলদিবাড়ি ও জলপাইগুড়ি রুটের সরকারি বাস প্রায় ১০ কি.মি ঘুর পথে পান্ডাপাড়া চেকপোস্ট-৭৩ মোড়-হলদিবাড়ি মোড়-আসাম মোড়-মাসকালাইবাড়ি মোড় অতিরিক্ত আধ ঘন্টা সময় পেরিয়ে শান্তিপাড়া বাস ডিপোতে যাতায়ত করছে । এতে যাত্রীদের অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে, তেমনি অতিরিক্ত খরচও বাড়ছে । এরই প্রতিবাদে শনিবার সকালে হলদিবাড়ি শহরের কালিবাড়ি মোড়ে পথ অবরোধ করেন যাত্রীরা । যাত্রীদের দাবি “আমরা এই বিষয়ে জলপাইগুড়ি জেলাশাসক, জলপাইগুড়ি পুলিশ সুপার, জলপাইগুড়ি পৌরসভা, জলপাইগুড়ি ডিপোতে গনসাক্ষর করে একটি দাবিপত্র জমা দিয়েছি । পাশাপাশি হলদিবাড়ি প্রশাসনকে জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়েছি । আমাদের দাবি গুলো দ্রুত মানা হোক এবং যাত্রীদের সঠিক পরিষেবা নিশ্চিত করা হোক।” পরে পুলিশের হস্তক্ষেপে এবং পুলিশের প্রতিশ্রুতিতে এই বিক্ষোভ কর্মসূচী তুলে নেওয়া হয় । শেষে তারা জানায়, অতিদ্রুত দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

তাদের দাবি গুলো হলো..
১) জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে পুনরায় বাস চলাচল করতে দিতে হবে ।
২) এই রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে ।
৩) বাসের ট্রিপ সংখ্যা বাড়িয়ে স্ট্যান্ড থেকে ২০-৩০ মিনিট অন্তর অন্তর বাস চালাতে হবে।
৪) সংস্থাকে অনুকূল যাত্রীপরিষেবা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *