ঘোকসাডাঙ্গায় বিজেপি অঞ্চল সম্মেলনে সুকান্ত মজুমদার
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ১২ জানুয়ারি :- সামনেই পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচনকে পাখির চোখ করে প্রায় সব রাজনৈতিক দল ঘর সাজাতে ব্যস্ত । আর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে চলছে বিজেপির অঞ্চল সম্মেলন সেই মত শুক্র বার মাথাভাঙ্গা ২ ব্লকের ৬ নং মন্ডলের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘোকসাডাঙ্গা শিব মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল অঞ্চল কমিটির অঞ্চল সম্মেলন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙ্গা বিধান সভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, কোচবিহার দক্ষিণ বিধান সাভার বিষয়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার জেলা অবজারভার আগুন রায়, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মিনতি দাস ঈশর সহ অন্যান্য নেতৃত্ব। এই দিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরকারি আমলাদের এক হাত নেন। এমন কি বিডিও এর নতুন নাম করণ করেন বেচারা দিদির অফিসার আর পুলিশকে তৃণমূল উর্দি মোর্চা বলে কটাক্ষ করেন সুকান্ত বাবু। পাশাপাশি জেলার ডি এম সংসদ তহবিলের টাকা খরচ করতে বাঁধা দিচ্ছেন কোন বিধায়ককে কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি । দুর্নীতি মুক্ত সরকার গড়তে পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতাতে আহ্বান জানান প্রায় প্রত্যেক নেতা কর্মীরা বলে জানা যায়। এ ছাড়াও এদিন সুকান্ত মজুমদারের উপস্থিতিতে উচ্ছসিত ছিল বিজেপি কর্মী সমর্থক গণ।