চলন্ত বাইকে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো ৩১ নম্বর জাতীয় সড়কে
অয়ন চক্রবর্তী,নাগরাকাটা: চলন্ত বাইকে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো পুরো এলাকা জুড়ে। নাগরাকাটা ব্লকের লোকসান এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে দুই যুবক তাঁরা নাগরাকাটা থেকে বানারহাট এর দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ বাইকে আগুন লেগে যায়। সেই দুই যুবক কোনো রকমে প্রানে বেঁচে যায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগরাকাটা পুলিশ। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।