চলো স্কুল পড়াই
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে বক্সীগঞ্জ এবং পারমেখলিগঞ্জের পর এবার ‘চলো স্কুলে পড়াই’ অভিযান উত্তর বড় হলদিবাড়িতেও।বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি চক্র সভাপতি শম্ভু বণিকের নেতৃত্বে খোলা মাঠে করোনাবিধি মেনে পড়ুয়াদের পড়াতে শুরু করলেন বেশ কয়েকজন শিক্ষক । শিক্ষক শম্ভু বণিক বলেন,দুটি শিক্ষাবর্ষ পড়ুয়ারা পড়াশুনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার তৃতীয় শিক্ষাবর্ষেও বিদ্যালয় খুলছে না। যতদিন বিদ্যালয়ে পঠনপাঠন শুরু না হবে আমরা করোনাবিধি মেনে পড়ুয়াদের পড়াবো।
বিপিটিএর এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও। সাধুবাদ জানিয়েছে এই উদ্যোগকে। অভিভাবক মন্তাজ আলী জানান,সব কিছু খোলা থাকলেও বিদ্যালয় বন্ধ রাখাটা শিক্ষার মারাত্মক ক্ষতি করছে। সরকার অবিলম্বে বিদ্যালয়ে পড়ানো শুরু করার ঘোষণা করুক। আমরা অভিভাবকরা বিদ্যালয়ে পড়াশুনা বন্ধ রাখার ঘোর বিরোধী এবং সরকারের প্রতিও ক্ষুব্ধ ।
পড়ুয়া রাজ সরকার,রুবি খাতুন ,কুলসুম খাতুনরা প্রশ্ন করেন ,স্কুল যে কবে খুলবে? স্কুলটা বন্ধ কেন?আমরা কবে স্কুলে যাব?আমরা স্কুলে যেতে চাই।
অন্যদিকে হলদিবাড়ির বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পড়ানো শুরু করেছেন শিক্ষক আব্দুল জলিল সরকার,আলমগির রহমান,মলয় রায়,দীপঙ্কর বর্মন,পার্থ ভট্টাচার্য্য সহ আরও অনেকে। সবাই চায় ,অবিলম্বে করোনাবিধি মেনে বিদ্যালয়ে পড়াশুনা শুরু হোক।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।