চাকরি স্থায়ীকরণের দাবিতে বিধায়কের দরবারে আংশিক সময়ের শিক্ষকেরা
জলপাইগুড়ি: চাকরি স্থায়ীকরণের দাবিতে আংশিক সময়ের শিক্ষকগণ শুক্রবার জলপাইগুড়ির বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মার কাছে একটি দাবি পত্র জমা দেন। মোট পাঁচটি দাবি জানিয়েছেন আংশিক সময়ের শিক্ষকেরা।
উল্লেখ্য বামফ্রন্ট আমলে বিদ্যালয়গুলিতে আংশিক সময়ের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। তাদের বেতন দেওয়া হয় বিদ্যালয়ের তহবিল থেকে। বিদ্যালয়ের পরিচালন কমিটি শিক্ষকদের নিয়োগ করে। দীর্ঘদিন সামান্য বেতনে তাঁরা পরিষেবা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি রাজ্য সরকার আংশিক সময়ের বিভিন্ন কর্মচারীদের চাকরি স্থায়ী করণ করে। আংশিক সময়ের শিক্ষকেরাও এই দিন বিধায়ক এর কাছে অনুরূপ দাবি করেন। এদিন পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিধায়ক প্রদীপবাবুকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করেন। এরপর তাঁর হাতে দাবিপত্র তুলে দেন। সংগঠনের জলপাইগুড়ি জেলার সম্পাদক
রতন রায় বলেন, আমরা চাকরি স্থায়ীকরণ সহ মোট পাঁচ দফা দাবিতে বিবেকের কাছে দাবি পত্র মাঝেই তিনি দাবি পূরণের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।