চালকের তৎপরতায় এড়ানো গেল দূর্ঘটনা

চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বাসের যাত্রীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের অবস্থা কেনো এমোন দায়সারা। প্রশ্ন তুলছেন যাত্রীরা । বুধবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের সিপাইপাড়া এলাকায় । জানা যায় WB633522 নাম্বারের একটি সরকারি বাস সকাল ৯ টা ৩৫ নাগাদ হলদিবাড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় । কাসিয়াবাড়ি বাজার পার করে , বাসটি যান্ত্রিক গোলো যোগ দেখা দেয় । কোন রকম গাড়িটিকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত নিয়ে সেখানে গাড়িটি মোটামুটি ঠিক করে , ফের জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় । সিপাই পাড়া এসে গাড়ি ব্রেক ফেল হয়ে যায় । মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যায় গোটা বাসের যাত্রীদের মধ্যে । তৎক্ষণাৎ চালক বাসের ইঞ্জিন বন্ধ করে দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তা সাইডে দাঁড় করান । চালকের ফলে তৎক্ষণাৎ চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন বাসের যাত্রীরা । ইতি মধ্যেই বাসের রক্ষণা বেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে । সৈকত চক্রবর্তী নামে ওই বাসের এক যাত্রী বলেন আজকের ঘটনাটি নিয়ে বাসের সকল যাত্রীদের মধ্যে গভীর আতঙ্কে সৃষ্টি হয় । তবে চালকের তৎপরতায় রক্ষা পাই আমরা । আরো জানান বাসগুলি ঠিকঠাক মেইনটেন্স করা হয় কিনা ? তা নিয়ে সন্দেহ রয়েছে । এই ঘটনার সঠিক তদন্ত চাই ! সেই সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই সংস্থাকে ।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *