ময়নাগুড়ি, ২০ এপ্রিল : বৃহস্পতিবার জল্পেশ হিমঘর এর সামনে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা। মূলত আলু চাষীদের সঙ্গে বৈঠক না করে হিমঘর থেকে আলু বের করায় বিক্ষোভ দেখান চাষীরা। চাষীদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষ আলু চাষীদের সঙ্গে বৈঠক না করে এবং সঠিক দাম নির্ধারণ না করেই হিমঘর থেকে আলু বের করছেন। গত কিছুদিন আগে ময়নাগুড়ি মারওয়ারি জনকল্যাণ ভবনে মুষ্টিমেয় কিছু চাষীদের নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকে আলোচনা হয় যে মাইকিং করে প্রচার করার পরেই আলু বের করা হবে। কিন্তু কোনো রকম প্রচার না করেই হিমঘর কর্তৃপক্ষ আলু বের করতে শুরু করেছেন। ফলে বৃহস্পতিবার আলু চাষীরা একত্রিত হয়ে আলু লোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর হিমঘরে বৈঠকে বসেন। পরে আলোচনা শেষে আগামী ২৫ তারিখ চাষীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়। এছাড়াও আগামীকাল থেকে মাইক যোগে প্রচার চালানো হবে বলেও জানানো হলে চাষীরা বিক্ষোভ তুলে নেন।