চিলা রায়ের তৈল চিত্র উন্মোচন করবেন রাজ্যপাল
জগদা রায়, কলকাতা: বিশ্ব বীর চিলা রায়ের তৈল চিত্র উন্মোচন হবে রাজভবনে। আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যপালের সরকারী বাসভবন “রাজভবনে” এই তৈলচিত্র উন্মোচিত করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ২৭শে ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম সেরা মহাবীর তদানীন্তন কুচবিহার রাজ্যের সেনাপতি বীর চিলা রায় নামে খ্যাত রাজকুমার কুমার শুক্লধ্বজ নারায়ণ। শুক্লধ্বজ বা বীর চিলা রায়ের আবির্ভাব ১৫১০ খ্রিস্টাব্দ। অহম যুদ্ধে শুক্লধ্বজ বিরাট সামরিক দক্ষতার পরিচয় দেন। এক সময়ে ভরলা নদী অশ্বারোহণে লাফ দিয়ে পার হন এবং চিলের মতো তীব্র গতিতে শত্রু পক্ষের উপর ঝাঁপিয়ে পড়তেন বলে ‘চিলা রায়’ অভিধায় ভূষিত হন। ফ্রান্সের ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি পৃথিবীর শ্রেষ্ঠ তিন জন বীরের নাম উল্লেখ করেছিলেন। এদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বীর হিসাবে চিলা রায়ের নাম উল্লেখ করেছেন। এই তিন শ্রেষ্ঠ বীর হলেন নেপোলিয়ন, ছত্রপতি শিবাজী ও চিলা রায়।