চীনের আগ্রাসনের বিরুদ্ধে গোটা দেশের সঙ্গে গর্জে উঠলো মাথাভাঙ্গা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২০ জুন: চীনের আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা ভারতবর্ষ। সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে শাসকদল সকলের এক বক্তব্য দেশের নিরাপত্তার স্বার্থে কোন কিছুই আপস হবে না বলে সর্বদলীয় বৈঠক সূত্রে খবর। এদিকে গ্রাম থেকে শহরে সকল স্তরের মানুষেই গর্জে উঠেছে। এরুপ দৃশ্য দেখা গেল গতকাল রাতে গোপালপুর থেকে মাথাভাঙ্গা শহর জুড়ে। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাজনৈতিক দলগুলোও পিছিয়ে নেই। গতকাল রাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর, গিলাডাঙ্গা, কেদারহাট, জোড়শিমূলি ও নয়ারহাট এলাকায় বিজেপির পক্ষ থেকে শহীদ স্মরণে মোমবাতি মিছিল বের করেছে। চীনের আগ্রাসনের বিরুদ্ধে গর্জে ওঠে চীনা প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয়। অন্য দিকে মাথাভাঙ্গা শহরে চীনের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের হয়েছে। মাথাভাঙ্গা মহাকুমাজুড়ে গোটা কর্মসূচিতে বিজেপি নেতা সহ কর্মীদের জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেছেন।