চুরি যাওয়া টোটো সহ গ্রেফতার এক
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৬ আগস্ট:-অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া টোটো উদ্ধারসহ একজনকে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্তে পুলিশ। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাসুন্দর এলাকার বাসিন্দা সুজিত বর্মন টোটো চালিয়ে এই সংসার চালান। গত মঙ্গল বার তার নিজ বাড়ি থেকে তার টোটোটি চুরি হয়ে যায়। বুধ বার এই মর্মে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত বর্মন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। বুধ বার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে ধুপগুড়ি থানা এলাকা থেকে সেই টোটোটি উদ্ধার হয় এবং চুরির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম এখনই প্রকাশ করা যাবে না বলে পুলিশ সূত্রে জানা যায়।