চুলকানির বাজার’ত তৃণমূলের ফারুকের দূর্গত পুলিশের নিরাপত্তাত মজিবর গোষ্ঠীর মিটিং
মানিক বর্মন, তুফানগঞ্জ: দেওচড়াইয়ের চুলকানির বাজার’ত মিটিং তৃণমূল কংগ্রেস নেতা মজিবর রহমানের। আর এক তৃণমূল নেতা ফারুক মন্ডলের দূর্গ দেওচড়াই। পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থার সাথ’ত ফারুক মন্ডলের দূর্গ’ত আসি বিরোধী গোষ্ঠীর মিটিং নিয়া অবশ্য মুখ দিয়া কোন কাথা প্রকাশ করেন নাই ফারুক মন্ডল।তৃণমূল কংগ্রেসের ভিতর ফারুক মন্ডলের বিরোধী গোষ্ঠী বুলি পরিচিন মজিবর রহমান। এইদিন দেওচড়াই গ্রাম পঞ্চাইতের চুলকানির বাজার এলাকাত মজিবর রহমান গোষ্ঠীর খুলি বৈঠক হয়। আইসা বিধানসভা ভোট নিয়া এই বৈঠক হয় বুলি খবর। মজিবর রহমান কন, আইসা বিধানসভা নির্বাচন উপলক্ষে এই বৈঠক। তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়া কেনে এই বৈঠক করিল মজিবর রহমান তা কিন্তু খোলসা করেন নাই। তবে মাস তিনেক আগ’ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ মজিবর রহমান’ক দেওচড়াই অঞ্চল তৃণমূলের সভাপতি ঘোষণা করে। জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের পরিবর্তে রবি ঘোষের এই ঘোষণাত দলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়া উঠে রাজনৈতিক হাওয়া। পরে এলাকাত পুলিশ পিকেট বইসে।তুফানগঞ্জ থানা সূত্রে খবর, যাতে কোন গন্ডগোল না হয়, চুলকানির বাজার’ত পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থার মইধ্য দিয়া একটা বৈঠক হয়।