চুল দান করে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুললো বয়স 13 এর এক যুবতি
আপনি কি জানেন আপনার মথার চুল কোনো এক মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে ??? কি জানেন না তো, পুজো এবং বিভিন্ন সময়ে আনেক মানুষ নিজের চুল কেটে ফেলে দেয় নিজেদের সুন্দর সাজানোর জন্য কিন্ত একটু চেষ্টা করলেই অপর একজনের মুখে হাসি ফোটাতে পারে সেই চুল। চুল কেটে CANCER রোগীদের উইগ বানানোর জন্য ডোনেট করা যায় চুল কিন্ত চোলের উচ্চতা 12 ইঞ্চি থাকা দরকার। একথা জানার পর করোণা চলা কালিন সূর্যসেন মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট-II এর সদস্য SUBHARTHI DAS নিজের চুল দান করেন তারপর সেই থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামপুরের বাসিন্দা বয়স 13 এর BEDASHRUTI SINHA নিজের চুল দান করে অসহায় রোগীদের উইগ বানানোর জন্য। কোনো কারণ বসত সে থাকতে না পারায় সেই চুল তিনি সূর্যসেন মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট-II এর সদস্য SUBHARTHI DAS কে সেই চুল তুলে দেয় আর SUBHARTHI DAS আজ সেই চুল শিলিগুড়ি ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার এর সদস্য দের হাতে সেই চুল তুলে দেয় সংগঠনের সদস্যরা জানিয়েছেন সেই চুল তারা দায়িত্ব সহকারে পৌছে দেবেন।