চেকপোস্ট ও দেওয়ানগঞ্জ যাতায়াতের রাস্তায় নির্মাণ সামগ্ৰীক রাখায় দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীদের একাংশ

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি;-চেকপোস্ট থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার রাস্তার একাংশ দখল করে নিমার্ণ সামগ্ৰী ফেলে রাখা হচ্ছে। রাস্তার মধ্যে নির্মাণ সামগ্ৰীক থাকায় যে কোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার অর্ধেক অংশ দখল করে বালি-পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্ৰীক ফেলে রাখছেন অনেকে।কেউ কেউ আবার রাস্তার ধারে নির্মাণ সামগ্রীর ব‍্যবসাও করেছেন বলে অভিযোগ উঠেছে। চেকপোস্ট ও দেওয়ান গঞ্জ যাওয়ার রাস্তা দিয়ে সারাদিনে বহু গাড়ি যাতায়াত করে।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার একাংশ জুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হলেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না।রাস্তার লাগোয়া এলাকার বাসিন্দা বরুণ রায় বলেন, রাস্তার একাংশ দখল করে বালি -পাথর ফেলে রাখায় যাতায়াত করা বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।একশ্রেণির অসচেতন মানুষ এধরনের কার্যকলাপ করেছেন।প্রশাসনের লাগাতার অভিযান চালানো দরকার।
পথচারী সুব্রত রায় বলেন, রাস্তার একাংশ যেভাবে দখল করে নির্মাণ সামগ্ৰী রেখেছেন যে কোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।বিষয়টি নিয়ে প্রশাসনের ব‍্যবস্থা নেওয়া উচিত।এবিষয়ে হলদিবাড়ি বিডিও সঞ্জয় পন্ডিত বলেন, বিষয়টি দেখা হবে।এবিষয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *