“চেতনা” শুভ উন্মোচন
নিউজ ডেস্ক,ইসলামপুর: বুধবার ভুত চতুর্দশীতে ইসলামপুরের থানাকলোনিতে শিক্ষিকা রাখী ধরের বাসভবনে প্রকাশিত হল “চেতনা” সাহিত্য পত্রিকার ২০২১ উৎসব সংখ্যা। “চেতনা”র ৫২ বর্ষ উৎসব সংখ্যা এটি । চেতনার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কবি কিরণ গোপাল দে সরকারের পরিবার পরিজনদের হাত দিয়েই এদিন প্রকাশ পেল সংখ্যাটি। কবিতা বিভাগে রয়েছে – কবি ঁকিরণ গোপাল দে সরকার, মলয় রায়চৌধুরী, বিশ্বরূপ দে সরকার, অয়ন বন্দ্যোপাধ্যায়, কৌশিক দে সরকার সহ মোট ৭০ জন কবির কবিতা। স্বাস্থ্য টিপস দিয়েছেন ডাঃ সৌবর্ণ পাল ও ডাঃ অরুনাংশু দত্ত। অণুগল্প লিখেছেন ইন্দ্রানী কর্মকার, পৃথ্বীশ দত্ত, ভজন বিশ্বাস, মৌসুমী চৌধুরী, আবীরা সেনগুপ্ত, দেবাশীষ দে। রয়েছে সৌরভ মজুমদারের দুটি মুক্তগদ্য। ওয়াইল্ড উড সমুদ্র সৈকতে গ্রীষ্মাবকাশ লিখেছেন প্রবাসী লেখিকা উর্মি দে পাল, শোলা ও দিনাজপুরের লোকায়ত সংস্কৃতি লিখেছেন সাংবাদিক সুনীল চন্দ, ইসলামপুরকে জেলা করার প্রাসঙ্গিকতা লিখেছেন পাশারুল আলম, নারী পুরুষের সাম্যের পৃথিবীতে পুরুষের অবস্থান লিখেছেন আশিষ কুমার দে। কৌস্তুভ দে সরকারের লেখা “রং রুট” কাব্যগ্রন্থটির পর্যালোচনা করেছেন হাংরি আন্দোলনের জনক কবি মলয় রায়চৌধুরী। সংগীত শিল্পী সৈকত মিত্রের আঁকা শুভেচ্ছা চিত্রাবলী রয়েছে শেষ পাতায়।