চোপড়াত কং-তৃণমূল সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ, ঘটনাত গুরুতর ঘায়েল ১
জয়দেব গোপ • চোপড়া
কংগ্রেস আর তৃণমূলের সংঘর্ষ, ঘটনাত গুরুতর ঘায়েল ১। চোপড়ার লক্ষীপুর গ্রাম পঞ্চাইতের ঘটনা। থানীয় সূত্রে খবর, আজি বিকাল তিনটার সময় তৃণমূল ছাত্র পরিষদের একটা মিছিল হবার কথা, সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেস কর্মীলা সাকাল থাকি মিছিলের বাদে তৈয়ার হবার ধরিসিলো। কিন্তুক ঐ সময় কংগ্রেস কর্মীলার নগদ সংঘর্ষ তৈরি হয় তৃণমূল কংগ্রেসের। গোলাগুলি আর বোমাবাজির অভিযোগ তুলে দুই পক্ষে। বোমাবাজির ঘটনাত রফিকুল ইসলাম নামে একজন গুরুতর ঘায়েল হয়। ঘায়েল মানষিটাক চোপড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঐ মানষিটাক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আরহ হাসপাতাল’ত আনা হয়। চোপড়া পঞ্চাইত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দীন কন, কংগ্রেস আর তার সহযোগী দলের বোমাবাজির ঘটনাত রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর ঘায়েল হন। কংগ্রেস নেতা সহিদুল ইসলাম কন, তৃণমূল কংগ্রেস নিজে বোমা ফাটে কংগ্রেসের উপর দোষ চাপাছে।