চোপড়ার কোট গছ কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

সুবল গোপ,উত্তর দিনাজপুর:-

শ তাব্দী প্রাচীন হিন্দু-মুসলিমের সম্প্রীতির কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চোপড়ার কোট গছ এলাকায় চাঞ্চল্য। পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ৬ নং ঘিরনি গাঁও অঞ্চলের কোট গছ কালি মন্দিরে। স্থানীয় এবং মন্দির কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাত্রে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে মায়ের স্বর্ণ ও রৌপ্য অলংকার সহ মন্দিরের দানপত্রের বাক্স ভেঙ্গে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি হয়। শনিবার সকালে মন্দিরের দরজা ভাঙা দেখে এই ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মন্দির কমিটির সম্পাদক প্রশান্ত সিংহ স্থানীয় বাসিন্দা রানা দাস নবীন রায় ও পুরোহিত হরিপ্রসাদ ঝা মন্দির প্রাঙ্গণে এসে হতবাক হয়ে যান। কোট গছ কালী মন্দিরটি হল এই এলাকার একটি পুরনো ধর্মীয় স্থান। এই মন্দিরে হিন্দু ভক্তদের পাশাপাশি বহু মুসলিম ধর্মের মানুষও শ্রদ্ধার সঙ্গে মন্দিরে আসেন। এবং কোন সংকট এলে মায়ের আশীর্বাদ এর জন্য জাতি ধর্ম নির্বিশেষে মায়ের কাছে মানত করেন। এরপর মায়ের আশীর্বাদে অগণিত ভক্ত শুফল পেয়ে কালী পুজোর দিনে স্বর্ণ এবং রৌপ্য অলংকার দান করেন। তাই পুরনো এই মন্দিরে বহু বছর ধরে ভক্তের দানের অলংকার সহ অনেক সামগ্রী এবং কিছু নগদ টাকা মিলে প্রায় ৫০ -৬০ লক্ষ টাকার চুরি হয়েছে বলে মন্দির কমিটির দাবি।

মন্দিরে এই ধরনের নিন্দনীয় চুরির ঘটনায় ধিক্কার জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ হালিমুদ্দিনও । তিনি জানান, হিন্দুদের পাশাপাশি এই এলাকার বহু মুসলিম ভক্ত এই মন্দিরে পুজোর দিনে অংশগ্রহণ করেন। এবং তার কথায় কিছুদিন আগে এক মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ছেলের জটিল অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কামনায় এই মন্দিরে এসে মানত করেছিলেন, যার ফলস্বরূপ তার জটিল অসুস্থ ছেলে পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তাই এই মন্দিরটি ছিল ঘিরনিগাঁও অঞ্চলের সম্প্রীতির মিলন মন্দির। এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ধিক্কার জানিয়েছেন উভয় সম্প্রদায়ের মানুষ। এলাকাবাসীর দাবি মন্দিরের চুরি যাওয়া সামগ্রী যাতে উদ্ধার হয় সেই প্রার্থনা প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *