চোপড়া থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার , গ্রেপ্তার এক সাফল্য ইসলামপুর পুলিশ জেলার

জয়দেব গোপ,উত্তর দিনাজপুর:- পঞ্চায়েত ভোটের আগে বেআইনি অস্ত্র উদ্ধারে ইসলামপুর পুলিশ জেলার বড় সাফল্য চোপড়া থানা ও ইসলামপুর থানার পান্জিপারা এলাকায়। শনিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার একটি প্রেস মিট করে জানান,শুক্রবার রাত্রে চোপড়া থানার দাসপাড়া আউট পোস্টের ওসি নয়ন মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে দাসপাড়া এলাকার গন্ধু গছ থেকে মহিবুল হক নামে এক দুষ্কৃতিকে আটক করে। এরপর ওই দুষ্কৃতির বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে। এরমধ্যে পাঁচটি ওয়ান সাটার এবং একটি ছড়া বন্দুক রয়েছে। পুলিশ ওই দুষ্কৃতিকে আদালতে পাঠিয়ে ছয় দিনের পুলিশি রিমান্ডে নিয়েছে।
অন্যদিকে ইসলামপুর থানার পান্জিপারা আউট পোস্টের ইনচার্জ প্রণব সরকারের নেতৃত্বে নাকা চেকিং চালিয়ে পাঁচটি চোরাই বাইক সহ তিন জনকে আটক করেছে। ওই ধৃতরা হলেন মহম্মদ আলম আজির আলম ও হাসান সা। তাদের বাড়ি ইসলামপুর থানার পান্জিপারা এলাকায়। পুলিশ জানায়, আটক ঐ তিন দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা পুলিশের কাছে স্বীকার করেন যে আটক বাইক গুলি চোরাই বাইক। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশেষ সরকার জানিয়েছেন।চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন মন্ডল এবং পান্জিপারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব সরকারের কর্তব্যরত সাফল্যে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে দুজনকে সম্মানিত করা হয়েছে। দুজনের সাহসিকতার কারণে ইসলামপুর পুলিশ জেলার বড় সাফল্য। পুলিশ সুপার জানান,ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে গত পহেলা জানুয়ারি থেকে নাকা চেকিং শুরু করে আজ পর্যন্ত কুড়িটি চোরাই বাইক আটক করা হয়েছে। পুলিশ ওই বাইকের কাগজপত্র খতিয়ে দেখে বাইক গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার এই সাফল্যে খুশি এলাকাবাসী,তবে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য চোপড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *