চোপড়ায় বিরশা মুন্ডার ১২১তম প্রয়ান দিবস পালন করল আদিবাসী বিকাশ পরিষদ
সুবল গোপ, চোপড়া:-
চোপড়ায় বিরশা মুন্ডার ১২১তম প্রয়ান দিবস পালন করল আদিবাসী বিকাশ পরিষদের চোপড়া ব্লক কমিটি। বুধবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের কাজীগছ বট তলা মোড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বির বিরশা মুন্ডার প্রয়ান দিবস। এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তলন করে জাতীয় সংগীত করা হয় এবং পরে সংগঠনের পতাকাও তোলা হয়। এরপর বির বিরশা মুন্ডার প্রতি কৃতিকে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে বিরশা মুন্ডার জীবনী নিয়ে আলোচনা করেন সংগঠনের জেলা সভাপতি ভিক্টর বারলা, ব্লক সভাপতি নিমাই ওরাও ও ব্লক সম্পাদক দীনেশ লাকরা। উপস্থিত ছিলেন, পুনিরাম ওরাও,কাৰ্মী ওরাও ও স্থানীয় পঞ্চায়েত সদস্য কিশোর বাড়া।
সংগঠনের পক্ষে দীনেশ লাকরা ও নিমাই ওরাও জানান, প্রতি বছর আমরা শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে থাকি। কিন্তু এবার লকডাউন বিধিনিষেধ মেনে ভিড় না জমিয়ে শুধু সংগঠনের কয়েকজন সদস্য মিলে লকডাউন বিধি মেনে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করলাম। যাতে আদিবাসী সমাজের ভবিষ্যৎ প্রজন্ম বির বিরশা মুন্ডার প্রতি স্মরণ রেখে চলে।