চ্যাংড়াবান্ধা সীমান্তে আটক বাংলাদেশি
জামালদহ ও মেখলিগঞ্জ, ৪ সেপ্টেম্বরঃ ভারত- বাংলাদেশ সীমান্তের কাটা তাঁরের বেড়া টপকে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে নানান চাঞ্চল্যকর তথ্য। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ও এটিএম কার্ড। শনিবার ধৃতকে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে বিএসএফ সূত্রের খবর।ধৃত বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। নাম শেখ সোহেল রানা। তিনি ঢাকার মেট্রোপলিটন পুলিশে কর্মরত। সেদেশে তার নামে অপরাধমূলক একাধিক কাজের অভিযোগ রয়েছে বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বিএসএফের কর্তারা। তবে ঠিক কি কারণে সীমান্ত টপকে তিনি এদেশে প্রবেশ করেছেন তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ সহ পদস্থ কর্তারা। ওই ব্যক্তির অবৈধ ভাবে ভারতে প্রবেশের পিছনে অন্য কোনও ছক রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।