ছয় দফা দাবি নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন
বাপ্পা রায়, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর শাখার পক্ষ থেকে শুক্রবার রাজ্যের নারী সুরক্ষা বিষয়ে ময়নাগুড়ি বি.ডি.ও অফিসে ছয় দফা দাবি রেখে ডেপুটেশন জমা দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের নিরাপত্তা, মহিলাদের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ, হেল্পলাইন চালু, ফাস্ট ট্র্যাক কোর্ড চালু, জেলা স্তরে মহিলার টাস্ক ফোর্স গঠন এবং স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি নগর সম্পাদক নিত্যানন্দ রায় , কলেজ সভাপতি বিভূতি বর্মন সহ অন্যান্য কার্য কর্তারা। কলেজ সভাপতি বিভূতি বর্মন জানান অবিলম্বে এই ছয় দফা দাবি পূরণ না হলে, আগামীতে ছাত্র সংগঠন বৃহত্তর আন্দোলনে সামিল হবে।