ছাগল বিতরণ
নিউজ ডেস্ক, ময়নাগুড়ি : ময়নাগুড়ি ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শুক্রবার ছাগল বিতরণ করা হয় । এদিন দপ্তরের পক্ষ থেকে ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠীর একশো জন মহিলার প্রত্যেককে একটি করে ছাগল দেওয়া হয় । এই ছাগল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক কোন্দা মুর্মু , ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী , ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজয় মল্লিক , ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ভলেন রায় প্রমুখ ।
ময়নাগুড়ি ব্লক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় , মূলত গ্রামীণ গরিব পরিবারের মহিলাগুলিকে স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয় । শুক্রবার ময়নাগুড়ি ব্লকের একশো জন জন মহিলা উপভোক্তাকে ছাগল বিতরণ করা হয় । এদিন প্রত্যেক উপভোক্তাকে একটি করে ছাগল দেওয়া হয় । ময়নাগুড়ির সাপ্টিবাড়ি এলাকার উপভোক্তা অমৃতা সিংহ বলেন , ‘ ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে ছাগল পেয়ে আমি খুবই খুশি । এটি সঠিকভাবে প্রতিপালন করতে পারলে অনেকটাই স্বনির্ভর হতে পারব ।’ একই কথা বলেন উপভোক্তা মায়া রায় , লক্ষী সরকার ও বিমলা রায় । ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজয় মল্লিক বলেন , ‘ গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাগল বিতরণ করা হচ্ছে । আজকে একশো জন উপভোক্তাকে ছাগল বিতরণ করা হল ।’ ময়নাগুড়ি বিএলডিও কোন্দা মুর্মু বলেন , ‘ ময়নাগুড়ির গ্রামীণ এলাকার গরিব পরিবারগুলির কৃষিকাজের পাশাপাশি পশুপালন একটি অন্যতম পেশা । তারা যাতে পশুপালন করে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে ।’