ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক, রাজগঞ্জ:এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের আমবাড়ি এলাকায়।জানা গেছে, মৃতার নাম শর্মিলী রায় (১৫)। পরিবার সূত্রে, বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনের আবদার করে শর্মিলি। সেই আবদার মেটানোর ক্ষমতা নেই বলে জানিয়ে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এরপর বিকেলে আমবাড়িতে পিসির বাড়ি চলে যায় তরুণী। এদিকে পিসির বাড়িতে ফাঁকা ঘরে গলায় ফাঁস লাগায় বলে দাবি। এদিন রাতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতলে শর্মিলিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ। পরিবারে তরফে তার বাবা সুভাষ রায় জানিয়েছেন, সম্ভবত মোবাইল ফোন দাবি করে না মেলায় তার মেয়ে আত্মঘাতী হয়েছে। জানা গিয়েছে, শর্মিলি আমবাড়ি ফালাকাটা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।