ছাত্র আন্দোলনে জেরবার হলদিবাড়ি!
অপু দেবনাথ, হলদিবাড়ি: কলেজের ভর্তি ফি মকুবের দাবিতে ছাত্রদের আন্দোলনে উত্তাল হলদিবাড়ি । বুধবার ছাত্র ইউনিটি হলদিবাড়ির পক্ষ থেকে প্রায় ১০০ জনের একদল ছাত্রছাত্রী প্রথমে ৩ ঘন্টা ধরে হলদিবাড়ি বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে । পরবর্তীতে তাদের সমস্যার সমাধান না হলে ছাত্ররা হলদিবাড়ি মেখলীগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধ চলে ৩০ মিনিট ধরে। পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে । দীর্ঘক্ষণ কথপোকথনের পরে পুলিশ কর্তৃপক্ষ প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয় এবং আইসির মাধ্যমে কলেজের প্রিন্সিপালকে একটি দাবিপত্র পেশ করে । আন্দোলনকারী ছাত্র আকাশ রায় জানান, আমরা অধ্যক্ষ কে ফোন করেছিলাম তিনি সাক্ষাৎ করতে চাননি। বিডিওকে ডেপুটেশন দিয়েছিলাম, কলেজ এবং ইউনিভার্সিটিতে মেইলও করেছিলাম তাতেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আজ অবস্থান এবং পরবর্তীতে অবরোধে শামিল হয়েছিলাম। হলদিবাড়ি কৃষি নির্ভর এলাকা এখানে এই সঙ্কটময় করোনা পরিস্থিতিতে ফি মকুব না করে কলেজ কর্তৃপক্ষ ইলেকট্রিসিটি, মেগাজিন ফি, মিস সেলেন্সিয়াস ফি এর মত অপ্রয়োজনীয় ফি কলেজ আদায় করছে। এবং কলেজের ভর্তি প্রক্রিয়ায় একাধিকবার টাকা পেমেন্টের বিষয়টিতে অনেক ছাত্র অভিভাবক হয়রানির শিকার হচ্ছেন । আমাদের দাবি সমস্ত ভর্তি ফি মকুব করতে হবে এবং একাধিকবার টাকা দিয়ে ভর্তির বিষয়টিকে সমাধান করতে হবে । অন্যথায় আমরা ফের বৃহত্তর আন্দোলনে করব বলে তারা হুঁশিয়ারি দেন।