ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির

নিউজ ডেস্ক,শিলিগুড়ি:চা বলয় এলাকায় পাচারের শিকার হ‌ওয়া শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এল দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরাম। বুধবার লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর সহযোগিতায় বাগডোগরা পঞ্চায়েত দফতরের মিটিং হলে একশজনের খেলগাঁও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা হয়। এদিন ফুটবল ও টেবিল টেনিস গেমস এন্ড স্পোর্টস থেরাপির মাধ্যমে খেলার মাঠে যেকোনো ধরণের আঘাত থেকে রক্ষার প্রশিক্ষণ প্রদান করা হয়। এদিন বিশেষ স্পোর্টস মেডিসিনের উপযোগিতার উপর বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেন গেমস এন্ড স্পোর্টস থেরাপির কর্ণধার অমিত সরকার। পাশাপাশি আইনি পরিসেবার উপর বিস্তারিত আলোচনা করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর সচিব বিচারক সুজয় সরকার, জাতীয় কোচ কমলেশ ভট্টাচার্য, আশীষ সরকার ও স্বপন দে। উপস্থিত ছিলেন আপার বাগডোগরা পঞ্চায়েত প্রধান সঞ্জীব সিনহা। অনুষ্ঠানে পাচার, ধর্ষণ, নেশা মুক্তির বিষয়টি আলোচনা হয় এবং মহিলাদের স্যানিটারি প্যাড প্রদান করা হয়। সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শিক্ষার্থীদের ডাটা ব্যাংক তৈরি করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *