ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষা সামগ্রী প্রদান
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: শিলিগুড়িতে এদিন এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে শিলিগুড়ি ডাবগ্রাম ২ বাড়িভাসা এলাকায় ১০০ জন ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান লাদাখে ভারতীয় সেনাবাহিনীরা আমাদের ও আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন কে আত্ম-বলিদান করেছেন সেই বীর যোদ্ধাদের স্মরনে ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষা সামগ্রিক ও মাস্ক তুলে দেওয়া হয়। গোপাল পাল আরও জানান করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গোটা দেশ জুড়ে যখন লক ডাউন চলছে তখন অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত এগিয়ে দিয়ে চলেছেন। লক ডাউনে কাজ হারিয়ে মানুষ এখনও অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তাই তারা ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন, অনেক ছাত্র ছাত্রী পড়াশোনার জন্য খাতা কলম কিনতে পারছেন না,তাই তারা এই উদ্যোগ নিয়েছেন,আগামী দিনেও তারা এই ভাবেই ছাত্র ছাত্রীদের পাশে সহযোগিতার হাত এগিয়ে দিবেন বলে জানান। সমস্ত ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে সরকারকে পরীক্ষার বিকল্প চিন্তা করতে হবে,অনলাইন পরীক্ষা বাতিল করতে হবে এবং সমস্ত স্কুল কলেজের ফি মুকুব করতে হবে, তা না হলে তারা আগামী দিনে বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান।