ছাত্র সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন ডাবগ্রামে
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছাত্র সংগঠনের,এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে ভারতীয় শহীদ সেনাবাহিনীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান একদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গোটা দেশ জুড়ে যখন লক ডাউন চলছে, মানুষের দিশেহারা অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে এমন সময় ভারত মাতার বীর সন্তানরা আমাদের দেশকে এবং আমাদেরকে চিনের আক্রমণ থেকে বাঁচাতে নিজেদের জীবনকে বলিদান দিয়েছেন তাদের
প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের পরিবারকে সমবেদনা জানান। গোপাল পাল আরও জানান ভারত মাতার বীর যোদ্ধাদের রক্ত কখনো ব্যর্থ হবে না।ভারত মাতার ঘরে ঘরে এই ধরনের বীর যোদ্ধা হিসেবে আবার তারা ফিরে আসবেন, ভারতীয় সকল সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে বলেন চীনের আক্রমণকে ভয় পেয়ে পিছিয়ে আসেনি আমাদের বীর যোদ্ধারা, চীন যেভাবে আমাদের সেনাবাহিনীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে তার উচিত জবাব দিতে তৈরি ভারত মাতার বীর সন্তানরা। এখন আমাদের উচিত চীনের পন্য বর্জন করা।