ছিনতাই করে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে, অভিযুক্ত পলাতক

শনিবার বিকেলে ফালাকাটার কুঞ্জনগর কাদম্বিনীর চা বাগান এলাকায় এক বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ। জানা গেছে, মহিলার নাম সাবিত্রী বিশ্বাস বাড়ি আলিপুরদুয়ার জেলার চাপরের পাড় গ্রাম পঞ্চায়েতের চেংপাড়া এলাকায়। মৃতার ছেলে প্রসেনজিৎ বিশ্বাস বলেন দীপঙ্কর সরকার ওরফে প্রসেনজিৎ দাস নামে তাদের বাড়িতে গত একমাস ধরে ভাড়া থাকতেন। ফেরিওয়ালা সেজে সেসময় ভাড়া নিয়েছিলেন আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে এবং তার সঙ্গে একটি ছোট্ট পাঁচ বছরের সন্তান ও তার বউ পরিচয় দিয়ে একজন ছিলেন | তিনি বলেন যে গত 11 তারিখ বুধবার তার মাকে ফুঁসলিয়ে ভুল বুঝিয়ে তার মাকে নিয়ে যায়।এরপর থেকে তারা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পেয়ে আলিপুরদুয়ার থানায় তারা একটি নিখোঁজের অভিযোগ করেন। এরপর খোঁজাখুঁজির পর খুঁজতে খুঁজতে এবং তার আধার কার্ডের ঠিকানা দেখে শনিবার ফালাকাটায় এসে যখন তারা খোঁজখবর নিয়ে ফিরে যাচ্ছেন ।তখন এলাকাবাসীরা তাদেরকে ফোন করে জানায় যে চা বাগানের মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে এরপর তারা এসে সেই মৃতদেহটি শনাক্ত করে। এবং ফালাকাটা থানার পুলিশে খবর দিলে সেই মৃতদেহ উদ্ধার করে ফালাকাটা থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ এবং রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ থানা সূত্রে জানা গিয়েছে | মিতার ছেলে প্রসেনজিৎ বিশ্বাস আরও জানায় যে তার মার কাছে গলায় একটি সোনার হার এবং হাতে আংটি ও হাতে সোনার চুড়ি ছিল এবং তার কাছে সংসার খরচের টাকা অনেক ছিল সেই সকল বস্তু নিয়ে তার মাকে হত্যা করা হয়েছে এমনই ও অভিযোগ পরিবারের | চাপরের পাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাজু রায় সরকার বলেন খুবই দুঃখজনক ঘটনা আমারি এলাকার পাড়ার এই মহিলা উনাকে ভুলিয়ে বুঝিয়ে ভুল বুঝে উনাকে নিয়ে এসে এবং উনার থেকে সমস্ত জিনিস ছিনতাই করে নিয়ে হত্যা করা হয়েছে।

ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্রের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *