ছোট শালবাড়িতে কয়লা খনি বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সহ মিছিল তৃনমূল কংগ্রেসের

বিজয় বর্মন,শীতলকুচি:শীতলকুচি ব্লক জুড়ে বুথে বুথে অবস্থান বিক্ষোভ চলছে। সংশ্লিষ্ট ব্লকের ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া গ্রামে ২৬৫ নম্বর বুথে এবং শীতলকুচি অঞ্চলের রথেরডাঙ্গা বাজারে কেন্দ্রীয় সরকারের কয়লাখনির বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ সহ মিছিল করেন এলাকার তৃণমূলের কর্মীরা। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন, শীতলকুচি তৃনমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক কমিটির সদস্য তপন গুহ,কাশেম আলী মিয়া ও পঞ্চায়েত সদস্যরা। অবস্থান-বিক্ষোভ বক্তব্য রাখেন বিধায়ক হিতেন বর্মন। তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের জনদরদি নীতির কথা তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার কিভাবে দেশের সম্পদ কে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দিচ্ছেন এবং এতে জনগণের কি ক্ষতি হবে তারও ব্যাখ্যা তুলে ধরে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *