জঙ্গল পরিষ্কার করিল স্কুল শিক্ষক
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৮ জুন: তিন বছর আগত মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের শিকারপুর অঞ্চলের সুটঙ্গা নদীর উপুরা রেবতী রমন সেতু ভাঙ্গিচে। তাতে প্রত্যেক বছর আটকি থাকে জাবুরা জঙ্গল। পরিস্কার কাও করে না বুলি অভিযোগ। তায় আজি শিকারপুর হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক খাইরুল হক আর থানীয় মানষি নিত্যজীৎ বর্মন, উমার নিজের উজ্জোগত জাবুরা জঙ্গল লা পরিস্কার করি দিল। এই কাজক সাধুবাদ জানাইছে থানীয় মানষিলা।