জন্ম জয়ন্তীর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
বীরসা মুন্ডার 146তম জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফালাকাটা ব্লকের
তাসাটি চা বাগানে মন্ত্রী বুলু চিকবড়াইক।
শনিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের
তাসাটি চা বাগানের বীর বীরসা মুন্ডা ক্লাবের উদ্যোগে বীরসা মুন্ডার 146তম জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনের অনুষ্ঠানের মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী দপ্তরের মন্ত্রী বুলু চিক বড়াইক ।ক্লাবের সম্পাদক আনন্দ খারিয়া জানান, এদিন পতাকা উত্তোলন এবং বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং কচিকাঁচাদের নিয়ে বসে আকো প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান হয়।পাশাপাশি এদিন মন্ত্রী তাসাটি চা বাগানের ফুটবল মাঠে বীরসা মুন্ডার মূর্তির শিল্যান্যাস করেন এবং বৃক্ষ রোপণ করেন। এদিন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মন্ত্রী জানান , আদিবাসী সমজাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।আদিবাসী সমাজের শিক্ষিত যুবকদের উচ্চ শিক্ষার জন্য প্রশিক্ষণের জন্য মাসে দশ হাজার টাকা প্রদান করা হবে।সমস্ত চা বাগানে ছোটো ছোটো রাস্তা ও জলের সমস্যা সমাধান তাঁর দপ্তরের মাধ্যমে করা হবে বলেও এদিন জানান তিনি।এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।
ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট।