জমি বাচের জৈন্যে খুঁটি পূজা করিল কুমার গজেন্দ্র নারায়ন এস্টেট রক্ষা কমিটি

মানিক বর্মন,তুফানগঞ্জ: রাজ আমলের সময়ত কুমার গজেন্দ্র নারায়ন আছিল এক ঝন সাহেব। উমরা ১৯৩০ সালত মরি যায়, তার আগতে সউক সম্পত্তি কোচবিহারের মানষির উদ্দেশ্যত দান করি দেয়, গঠন করি দেয় কুমার গজেন্দ্র নারায়ন ট্রাস্ট বোর্ড। পরবর্তী সময়ত সেই ট্রাস্ট কোচবিহার ম্যাজিস্ট্রেটের অধীনে। উদ্দেশ্য ছিল কোচবিহারের মেধাবী ছাত্র ছাত্রী লাক আর্থিক সহযোগিতা করা কিন্তুক ওই টাকা কাও পায় না বুলি অভিযোগ। এলা সেই জাগাত দোকান ভাড়া খাটায় কিন্তুক ভাড়ার টাকার কোন ঢক হিসাব নাই বুলি কন কমিটির উপদেষ্টা নুবাস বর্মন। আরহ ফির ওই জাগাত কয় দিন আগত থানীয় কয় ঝন মানষি বিল্ডিং তৈরারী করার শুরু করিছে, সেই খবর পায়া রাজার বংশধর তথা কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি কুমার জীতেন্দ্র নারায়ন, সম্পাদক কুমার বীরাজেন্দ্র নারায়ন, সহ সম্পাদক কুমার মৃদুল নারায়ন আর আইনি উপদেষ্টা কুমার ধীরাজ নারায়ন, উমরা এসডিও, পুলিশ, তুফানগঞ্জ পৌরসভাক লিখিত অভিযোগ করিলে বিল্ডিং এর কাজ বন্ধ হৈছে। ৩২ শতক জমি বাচের জৈন্যে নয়া কমিটি গড়ে দেয় রক্ষা কমিটি। সেই নয়া কমিটির গড়েয়া ভরত সিংহ কয় জমি বাচের জৈন্যে আজি খুঁটি পূজা করিলোঙ, যায় অবৈধ কাজ করির ধরিচে তাক বুজি দিলোক এটে অবৈধ নির্মাণ করা যাবে না, আর আস্তে আস্তে দখল করা জাগা খান ছাড়ি দিবার আটুস করিছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *