জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত ধূপগুড়ির ডাউকিমারি

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি, ১ এপ্রিল: জমি বিবাদকে কেন্দ্র মারপিটের ফলে এক মহিলার মৃত্যু ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ির ঝাড় আলতা ১ অঞ্চলের মধ্য ডাউকিমারি এলাকা। জনতা ও পুলিশের মধ্যে চলে সংঘর্ষ ঘটে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় টিয়ার গ্যাসের শেল। ঘটনায় আটক বেশ কয়েকজন গ্রামবাসী। তাদের মধ্যে রয়েছেন পুরুষ ও মহিলাও। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বিরাট পুলিশ বাহিনী।উল্লেখ্য, বেশ কিছু দিন আগে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। ঘটনায় মিনতি রায় নামে এক বয়স্ক মহিলা গুরুতর জখম হন। অভিযোগ উঠেছে, মহিলাকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয়। এর পর তাকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ঐ মহিলার মৃত্যু ঘটে বুধবার। বৃহস্পতিবার ঐ বয়স্ক মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।ঘটনা সূত্রে জানা গিয়েছে, মিনতি রায়ের ভাসুর প্রসেঞ্জিৎ রায় ও ভাইপো রতন রায় মিনতি রায়কে বেধরক মারধর করে। মারধরের ঘটনার পর গ্রামবাসীরা ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীদের অভিযোগ, অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বৃহস্পতিবার মিনতি রায়ের মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসী তথা মৃত মহিলার প্রতিবেশী ধীরেন্দ্রনাথ রায় বলেন, মিনতি রায়কে মারধরের পর আমরা গ্রামের মানুষ সমবেত হয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনত ব্যবস্থা না নেওয়ায় আমরা ফের থানায় যাই। কিন্তু এখন যেহেতু মারা গেছে তাই গ্রামের মানুষ এখানে বিক্ষোভ দেখায়। এতদিন পুলিশ আসেনি, আমরা চাইছি আজকেও যেন পুলিশ না আসে। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, এর আগে পুলিশ ব্যবস্থা নেয়, অভিযুক্ত জামিনে ছাড়া পায়। আজ সকালে মহিলার মৃত্যু হয়েছে। যখন অভিযুক্তকে উদ্ধার করতে পুলিশ যায়, তখন পুলিশের গাড়িতে চড়াও হয় স্থানীয়রা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, একজন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হয়। ঘটনার তদন্ত চলছে, আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *