জয়ন্তী নদীর বাঁধ ভাঙি যাওয়ার বাদে বিডিও’র নিকট আবেদন এলাকাবাসীর
দেবাশীষ রায়, আলিপুরদুয়ার, ১১ এপ্রিলঃ জয়ন্তী নদীর তোলাত ভাঙি গেইছে জয়ন্তী নদীর বাঁধ। সাধারণ মানষির দীঘীলা দিনের দাবি কৃষিজমি বাঁচেবার আরহ সাধারণ মানুষির বাড়িঘর বাঁচেবার বাদে একটা পাথরের বাঁধ বানেবার। বিতা কয়েকদিন আগত আলিপুরদুয়ার ২ নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ওই এলাকাতা যায়া আইসে। সোমবার ওই এলাকাত শতাধিক মানষি ব্লক সভাপতি লুইস কুজুরের বাড়িত সভা করিয়া ব্লক অফিসত আইসে। এর পরে বিডিও এর সাথত আলোচনা করিয়া বাঁধ নির্মাণের বাদে একখান লিখিত আবেদন জমা দেয় । এমনকি জেলাশাসক থাকি শুরু করি সেচ দপ্তরের আধিকারিক গিলাক লিখিতভাবে আবেদন জানাবে বলে জানান উমরা। আলিপুরদুয়ার ২ নং ব্লকের বাস্তুকার এলাকা পরিদর্শন করিবে খুব শীঘ্রই এমনটাই আশ্বাস দেয় বিডিও চিরঞ্জিত সরকার। বাঁধ নির্মাণ করা হইলে ওই এলাকাত প্রায় পাঁচশত বাড়ি রক্ষা পাবে জয়ন্তী নদীর জল থাকি।