জলঢাকার চর-এর অবৈধ দখল আকটাতে তৈরি হলো ভূমি সুরক্ষা কমিটি

বাপ্পা রায়, ময়নাগুড়ি, ২৭ ডিসেম্বর : জলঢাকা নদীর চর ভূমি অবৈধভাবে দখল রুখতে রবিবার গঠন করা হলো ভূমি সুরক্ষা কমিটি। রবিবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের চর চুরাভান্ডার এলাকায় একটি বৈঠক করে এই কমিটি গঠন করা হয়। এদিন প্রায় শতাধিক ভূমিহীন সাধারণ মানুষ একত্রিত হয়ে এই কমিটি গঠন করেন। এই কমিটির পক্ষ থেকে চর ভূমি আইন গত ভাবে বন্টন করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

উল্লেখ্য গত কয়েক বছর আগে জলঢাকা নদীর চর ভুমিকে কেন্দ্র করে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। এরপর সেই চর ভূমিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর কার্যত সেই জমি গো চারণ ভূমিতে পরিণত হয়ে যায়। কিন্তু বিগত কিছু দিন থেকে সেই জমি পুনরায় কিছু জমি মাফিয়া দখল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ। ভুমিহীনরা অভিযোগ করেন, চর ভূমি অবৈধ ভাবে কিছু জমি মাফিয়া অবৈধ ভাবে চাষ আবাদ করছেন। এমনকি গোপনে জমি বিক্রি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। সেই চর ভূমি আইনি ভাবে বন্টন করার আর্জি জানিয়ে এবং জমি মাফিয়াদের অবৈধ কাজ কর্ম বন্ধ করার প্রতিবাদে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক, বিডিও সহ ময়নাগুড়ির আইসি লিখিত অভিযোগ জমা করেন। রবিবার সেই চর ভূমির রক্ষার স্বার্থে কমিটি গঠন করলেন এলাকাবাসী সহ ভুমিহীনরা। ভূমি রক্ষা কমিটির সম্পাদক সুবল চন্দ্র রায় বলেন, “আমরা চর ভূমি রক্ষার স্বার্থে এবং জমি মাফিয়াদের অবৈধ কাজ করার প্রতিবাদে আজকে কমিটি গঠন করলাম। এর আগে আমরা বহুবার ভূমি ও ভূমি সংস্কার দফতরে ডেপুটেশন দিয়েছি। তার দ্রুত তদন্ত করার দাবি জানাচ্ছি ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *