জলঢাকা নদীতে মিলল ষাট কেজি ওজনের বাগারী মাছ
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদীতে পাওয়া গেল ষাট কেজি ওজনের বাগারী মাছ। জলঢাকা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা মাছটিকে নদী থেকে ধরে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, দুদিনের ভারী বর্ষণের পর নদীর জল কমে গেলে ষাট কেজি ওজনের ঐ মাছটিকে দেখতে পান নদী সংলগ্ন এলাকার কয়েকজন ব্যক্তি। বড় আয়তনের মাছের ভেসে ওঠার খবর চারদিকে চাউর হতেই মাছটিকে ধরার জন্য নদীর বুকে নেমে পড়েন এলাকার অনেকেই। শেষে চারজন ব্যক্তির হাতে ধরা পরে মাছটি। মাছটি ধরার পরেই সেটিকে কেনার জন্য ভীড় করেন গ্রামের মানুষ। স্থানীয় যুবক অরিন্দম রায় বলেন, বড় আয়তনের বাগারী মাছ ধরা পড়েছে শুনেই প্রচুর লোক সেটিকে কিনতে আসে, যে জন্যে আমরা অনেকেই সেই মাছটিকে দেখতে পাইনি।