জলদাপাড়া ডিভিশনে ২ কেজি হাতির দাঁত ও বন্যপ্রাণী সামগ্রী উদ্ধার, ধৃত ২
আবিদ হোসেন,মাদারিহাট: জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের বিশেষ অভিযানে মঙ্গলবার তিন টুকরো হাতির দাঁত ,চারটি চিতাবাঘের দাঁত এবং একটি ছোট গাড়ি সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত পরিমল চন্দ্র দে এবং দেবযানী রায় দে সম্পর্কে স্বামী-স্ত্রী,বাড়ি কোচবিহারের ঝিনাইডাঙ্গা এলাকায়।সূত্রে খবর, স্বামী পরিমল পূর্বে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিলেন।এদিকে তাঁর স্ত্রী দেবযানী একজন ফিজিওথেরাপিস্ট বলে জানা গিয়েছে। এই চক্রে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জলদাপাড়ার সহকারী বন সংরক্ষক (ACF) স্বর্ণদীপ্ত রক্ষিত।
ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে।ধৃতদের জিজ্ঞাসা করে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত করবে বন দপ্তর তৎপর ।
এধরনের অপরাধ শুধুমাত্র বন্যপ্রাণী নয়, সামগ্রিকভাবে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে।ভবিষ্যতে আরও কড়া নজরদারি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টা জোরদার হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।
