জলপাইগুড়িতে করোনা আক্রান্ত ২, এক ঝন ধূপগুড়ির অইন্য ঝন মেটিলির
সুব্রত রায়, ধূপগুড়ি: ধূপগুড়ি গার্লস কলেজের কোয়ারেন্টীন সেন্টারত থাকা আরো দুই আবাসিকের শরীরত পাওয়া গেইল করোনা ভাইরাস। আক্রান্ত দুইজনের মইধ্যে একজনের বাড়ি ধূপগুড়ি ডাউকিমারি এলাকাত আর অইন্য জনের বাড়ি মেটেলি এলাকাত। জানা গেমসে, এই দুই আক্রান্তের মইধ্যে একজন ব্যবসায়ী আর অইন্য একজন দিল্লি থাকি বাড়ি ফিরি আইসা ব্যক্তি। প্রশাসন সূত্রে খবর, বিতা মাসের ২২ তারিখ থাকি ধূপগুড়ি গার্লস কলেজের কোয়ারেন্টীন সেন্টারত ছিল ঐ দুই আক্রান্ত। ২৯ মে ওটেকার পুরুষ আবাসিকলার লালারস সংগ্রহ করা হয়। তারপরে দুইজনের পজিটিভ রিপোর্ট আইসার পর মঙ্গলবার মইধ্য রাতিত অমাক জলপাইগুড়ি কোভিড হাসপাতালত ভর্তি করা হয়। কোভিড ১৯ নিয়া উত্তরবঙ্গের বিশেষ স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায় এই দুইজন আক্রান্ত ব্যক্তির খবরের কথা স্বীকার করেন।