জলপাইগুড়ির তাইকোন্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন,জলপাইগুড়ি তাইকোন্ডো একাডেমী
জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রবিবার অনুষ্ঠিত হল ১১ তম কিউড়িগি এবং ১০ তম পুমশে তাইকোন্ডো প্রতিযোগিতা। রবিবার জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের ইনডোর হলেএই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন জলপাইগুড়ি জেলার মোট আটটি ক্লাব ও স্কুলের মোট ২০০ জন প্রতিযোগী এই খেলায় অংশ নেন। এদিনের এই খেলায় চ্যাম্পিয়ন হন জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমী। রানার্স হন ময়নাগুড়ি টাউন ক্লাব। সেকেন্ড রানার্স হয়েছেন বেতগাড়া চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। জানা যায়, এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীরা আগামী মাসে রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশ নেবেন। রাজ্যের এই খেলা অনুষ্ঠিত হবে উত্তর ২৪ পরগনা জেলায়। চারেরবাড়ি স্কুলের এই সাফল্যে খুশি স্কুলের ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম দে। তিনি বলেন,”বরাবর খেলা ধুলায় আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা অনেক এগিয়ে। আমরা তাইকোন্ডো খেলাতেও ধীরে ধীরে সাফল্য অর্জন করছি।”