জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা

রবিবার সারা রাত থেকে বৃষ্টির কোনো বিরাম নেই। আর এতেই চারিদিকে জল থৈথৈ অবস্থা। সোমবার সকাল দশটা পর্যন্ত জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পরেছে। জলপাইগুড়ি পুরসভার নিউটন পাড়া, ৩ নং ঘুমটি, ৪ নং ঘুমটি, পরেশ মিত্র কলোনি, জয়ন্তী পাড়া, মহামায়া পাড়া, রেসকোর্স পাড়ার কিছু এলাকা রাজবাড়ী পাড়া নীচমাঠ, মোহন্ত পাড়া, কংগ্রেস পাড়া, হরিজন বস্তি, সহ অনেক এলাকায় বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে। নিউটন পাড়ায় রাস্তায় কোথাও এক কোমর জল দাঁড়িয়ে গেছে। একই অবস্থা মহামায়া পাড়া ও কংগ্রেস পাড়াতেও। অনেক বাড়িতেই উনুনে হাঁড়ি চড়েনি। কোন কোন বাড়িতে দেখা গেল চৌকির উপর জিনিস পত্র তুলে রান্নার আয়োজন। এদিন দুপুরে পরেশ মিত্র কলোনি,নীচ মাঠ এলাকা জলের নিচে চলে যাওয়ার উপক্রম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়ে পুর কর্তৃপক্ষের।অবশ্য বেলা বাড়তে থাকলে বৃষ্টি কমে যাওয়ায় জমা জলও ধীরে ধীরে নেমে যায়,আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে জলপাইগুলির বাসিন্দারা।

জলপাইগুড়ি থেকে বর্ণালী রায় মোদকের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *